২৭ বছর পর ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

বুধবার (১৫ জুন) থেকে নিজেদের ব্রাউজার পরিষেবা- ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ফলে ২৭ বছর বিদায় নিতে চলেছে ইন্টারনেটের প্রথম যুগের এ আইকন। বার্তাসংস্থা এপির এক সংবাদে এ তথ্য জানানো হয়। এখন থেকে ব্যবহারকারী এক্সপ্লোরার ওপেন করতে চাইলে তাদের মাইক্রোসফটের নতুন ব্রাউজার এজ- এ রিডাইরেক্ট করা হবে। ২০১৫ সালে নতুন এ ব্রাউজার আনে সিলিকন ভ্যালির টেক জায়ান্টটি।
এর আগে গত বছর ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের সিদ্ধান্ত জানায় মাইক্রোসফট।
সে সময় মাইক্রোসফট এজ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার শন লিন্ডারশে এক ব্লগপোস্টে লেখেন, "এজ শুধু দ্রুতই নয় বরং আরও বেশি নিরাপদ ও আধুনিক। এটি ব্যবহার করলে ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে ভালো অভিজ্ঞতা মিলবে। পাশাপাশি পুরনো ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের সাথেও এর সামঞ্জস্য ভালো।"
১৯৯৫ সালে প্রথম ইন্টারনেট এক্সপ্লোরারের প্রথম ভার্সন বাজারে আনে মাইক্রোসফট। ওই সময় নেটস্কেপ নেভিগেটর নামক একটি ব্রাউজার ছিল তুমুল জনপ্রিয়।
২০১৩ সালে সর্বশেষ সংস্করণ ইন্টারনেট এক্সপ্লোরার-১১ বাজারে আসে।
- সূত্র: স্ক্রোল ডটইন