লকডাউন মেনেই বাড়ির পেছনে বানানো সমুদ্র সৈকতে চলছে উৎসব

লকডাউন চলছে বিশ্বজুড়ে। তাই বাইরে বেড়ানো বন্ধ। বন্ধুদের নিয়ে সৈকতে বেড়ানো, পার্টি সবই বন্ধ। এই অবস্থায় সারাদিন কি শুধুই সোফায় বসে বসে টিভি, মোবাইল বা বইয়ের দিকে তাকিয়ে দিন কাটানো সম্ভব! তাও আবার দিনের পর দিন!
তারপরও জনস্বাস্থ্যের সুরক্ষায় বাড়িতে থাকা দরকার। তাই নিয়ম না ভেঙেই কিছু মানুষ নিজেদের মতো করে উপভোগ করে নিচ্ছেন এই লকডাউনের 'ছুটি'। যেমন এই ব্রিটিশ পরিবার, তারা বাড়ির পিছনের আঙ্গিনাতেই সমুদ্র সৈকত বানিয়ে নিয়েছেন। সেখানে পার্টিও চলছে দেদার। তবে সবই তারা করছেন সামাজিক দূরত্বের নিয়ম মেনে। খবর আনন্দবাজার পত্রিকার।
ব্রিটেনের ব্রিস্টল শহরের উলন নামে এক পরিবার বাড়ির পিছনের বাগানে এই মিনি বিচের বন্দোবস্ত করেছেন। তারা একটি ছোট পোর্টেবল পুল ভর্তি করেছেন পানিতে। তার সামনে একটি ত্রিপল পেতে পুরু করে ছড়িয়ে দিয়েছেন বালি। তার উপর বিচে বসার তিনটি ডেক চেয়ার পেতে নিয়েছেন। এবার দিব্বি কেউ রোদ পোহাচ্ছেন, কেউ আবার একটু গাছের ছায়া বেছে নিয়ে বসে রয়েছেন। আর সবাই একদম বিচ ড্রেসে; রঙিন ছাপা জামা-কাপড় বা শুধুই শর্টস সঙ্গে সানগ্লাস।
শুধু বসে থাকাই নয় কেউ হাতে তুলে নিয়েছেন পানীয়, কেউ আবার হাতের বইটা শেষ করে নিতে চাইছেন বিচে বসেই। তবে সৈকত কি শুধুই চেয়ারে বসে উপভোগ করা যায়, তাই ওই ছোট্ট পুলেই এসে ঝাঁপিয়ে পড়ছেন কেউ কেউ। পানি অল্প তো কী হয়েছে, দুধের স্বাদ দিব্বি ঘোলেই মিটিয়ে নিচ্ছেন উলনরা।
হতে পারে সৈকত-সমুদ্র সবই আকারে ছোট, কিন্তু তাঁদের উপভোগ করার আনন্দে কোনও কমতি নেই। এমনকি তাঁরা এই বিচের একটি নামও দিয়েছেন, পরিবারের নামেই রাখা হয়েছে তা, 'উলন কমবে বিচ'।
উলনদের এই বিচ তৈরির আইডিয়া কিন্তু দেশ-বিদেশের অনেক নেটিজেনকেই উৎসাহিত করছে। তারাও সম্ভবত বাড়িতে খুঁজে দেখছেন এমন বিচ বানিয়ে ফেলার উপকরণ রয়েছে কিনা। বা যা রয়েছে, তা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো সৈকত তৈরি করা যায় কিনা। আপনিও খুঁজে নিতে পারেন ঘরে বসেই আনন্দ উপভোগ করার এমন কোনও উপায়।