তিনজন শিক্ষার্থীর স্কুলে শিক্ষকের বার্ষিক বেতন ৬৯ লাখ টাকা!

ব্রিটেনের ওর্কনে ও শেটল্যান্ডের মাঝামাঝি অবস্থিত নির্জন একটি দ্বীপ ফেয়ার আইল। ব্রিটেনের সবচেয়ে প্রত্যন্ত এই দ্বীপটিতে মানুষের চেয়ে পাফিনের (অক প্রজাতির একটি পাখি) সংখ্যাই বেশি।
বর্তমানে দ্বীপটির একটি প্রাইমারি স্কুলের জন্য শিক্ষকের সন্ধান চলছে, স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা মাত্র তিনজন।
শেটল্যান্ড থেকে ফেরি দিয়ে দ্বীপটিতে পৌঁছাতে সময় লাগে আড়াই ঘণ্টা আর বিমানযোগে ২৫ মিনিট। নির্বাচিত প্রার্থীর জন্য রাখা হয়েছে লোভনীয় কিছু অফার।
স্কুলটির নির্বাচিত নতুন প্রধান শিক্ষকজে সহায়তার জন্য রয়েছেন দুজন কর্মচারী। সপ্তাহে ৩৫ ঘণ্টা কর্মঘণ্টার এ চাকরিতে নির্বাচিত শিক্ষক বছরে পাবেন ৫৬,৭৮৭ পাউন্ড। দূরবর্তী দ্বীপে চাকরির জন্য স্কটিশ সরকারের নিয়ম অনুযায়ী বাড়তি আরও ২,২৬৫ পাউন্ড পাবেন। মূলত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা যাতে দেশের প্ত্যন্ত অঞ্চলগুলোতে চাকরি নিতে আগ্রহী হয় সে কারণেই এ প্রণোদনার ব্যবস্থা।
ন্যাশনাল ট্রাস্ট অব স্কটল্যান্ডের মালিকানাধীন ফেয়ার আইল শেটল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ২৫ মাইল দক্ষিণে অবস্থিত। মাত্র ৩ বর্গ মাইল আয়তনের দ্বীপটি এর প্রাকৃতিক সৌন্দর্য, সামুদ্রিক পাখির জন্য বহুল পরিচিত। শেষ গণনা অনুযায়ী দ্বীপটিতে ১০ হাজার পাফিন রয়েছে।
- সূত্র: ডেইলি মেইল