গাড়ির দাম ৪৪ বছরে কমে-বাড়েনি ১ পয়সাও!

যুক্তরাষ্ট্রের মিনেসোটার এক ভদ্রলোক '১৯৫৭ শেভি পিকআপ' কিনেছিলেন ৪৪ বছর আগে, ৭৫ ডলারে। এত বছর পর একই দামে তিনি বিক্রি করেছেন সেটি।
বব স্পোর্টাল নামের ওই ভদ্রলোক চার দশকেরও বেশিকাল আগে যার কাছ থেকে পিকআপটি কিনেছিলেন, তার নাতির হাতে সেটির চাবি তুলে দেন গত মাসে।
৪৪ বছর আগে স্পোর্টালের বয়স ছিল ২০-এর কোঠায়। অবসরপ্রাপ্ত কৃষক জন ভ্যানডারভিনের কাছ থেকে ৭৫ ডলারে বিবর্ণ পিকআপটি কেনার পর, পাঁচ বছর আগে অবসর নেওয়ার আগ পর্যন্ত, সেটি চালিয়েই প্রতিদিন নিজ কর্মস্থলে যেতেন।
অবসরের পরও পিকআপটি চালানো থামাননি স্পোর্টাল। কিন্তু এক সময় প্রয়াত জন ভ্যানডারভিনের নাতি টম লিনস্ট্রার কাছে সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
'পিকআপটিতে বসলেই মনে হয় যেন দাদা এখনো পাশেই রয়েছেন,' বলেন লিনস্ট্রা।
ট্রাকটির অ্যান্টিক-ভ্যালু অনেক বেশি হলেও, কেনা দামেই সেটি বিক্রি করা প্রসঙ্গে স্পোর্টাল বলেন, 'গাড়িটা নিজের পরিবারের কাছেই যাচ্ছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।'
- সূত্র: হাফপোস্ট ডটকম