পলাতক থেকে ইউরো ভিসা প্রার্থী, কাঠমান্ডুতে অনেক বাংলাদেশি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নেপালে বাংলাদেশি অতিথির সংখ্যা বেড়েছে দ্বিগুণের মতো। হঠাৎ দেশটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কেন বেড়েছে? যারা গেছেন তারা সেখানে কীভাবে আছেন? এসব নিয়ে আজকের পডকাস্টে টিবিএসের সিনিয়র স্টাফ ফিচার রাইটার জান্নাতুল নাঈম পিয়ালের সঙ্গে কথা বলেছেন শা্ওন হাসনাত।