ডার্ক এনার্জি নিয়ে রহস্য আরও বাড়ল কেন?
এত দিন বিজ্ঞানীরা মনে করতেন, ডার্ক এনার্জির প্রভাবে মহাবিশ্ব অনন্তকাল ধরে দ্রুতগতিতে প্রসারিত হবে। কিন্তু সাম্প্রতিক দক্ষিণ কোরীয় গবেষণা ও ডার্ক এনার্জি নিয়ে নতুন পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা। নতুন তথ্য অনুযায়ী, ডার্ক এনার্জি সময়ের সঙ্গে বদলাতে পারে এবং এর শক্তি দুর্বল হলে মহাবিশ্বের প্রসারণ একদিন থেমে যেতে পারে। তখন মাধ্যাকর্ষণের প্রভাবে গ্যালাক্সিগুলো আবার কাছাকাছি আসবে এবং মহাবিশ্ব সংকুচিত হয়ে ধ্বংসের দিকে যেতে পারে, যাকে বলা হয় 'বিগ ক্রাঞ্চ'। যদিও এই ধারণা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে, তবুও গবেষকরা বলছেন,এই ফলাফল সত্যি হলে তা মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে আমাদের ধারণায় বড় পরিবর্তন আনবে।
