৫ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের কী হবে?
একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের মোট আমানত দেড় লাখ কোটি টাকারও বেশি। এই জমা সাধারণ ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের। তবে কারা আগে টাকা ফেরত পাবেন এবং কীভাবে পাবেন? অন্যদিকে, এই ব্যাংকগুলোর সাধারণ শেয়ারহোল্ডারদের ভাগ্যে কী আছে? বিস্তারিত জানতে আমাদের ফিনটক উইথ জেবুন নেসা আলো অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ।