ট্রাম্পের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কি কমবে?
অক্টোবর মাসের শুরুতেই TrumpRx নামে একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূল্যছাড়ে ফার্মাসিউটিক্যাল পণ্য কিনতে পারবেন মার্কিন ভোক্তারা। এই ওয়েবসাইটে নাম লেখানো প্রথম মার্কিন ফার্মাসিউটিক্যাল গোষ্ঠী ফাইজার জানিয়েছে, স্বাস্থ্যবিমার আওতায় ওষুধ কিনেন না এবং সরকারের বিমা প্রকল্প মেডিকেড-এর অন্তর্ভুক্ত ব্যক্তিরা এই সাইট থেকে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড়ে ওষুধ কিনতে পারবেন। এই ঘোষণার পরপরই ফার্মাসিউটিক্যালস খাতের শেয়ারের দাম তীব্রভাবে বেড়েছে।