গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ
ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' থেকে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বন্দি দশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই বিষয়ে অভিযোগ করেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী।