জোর করে চুল কেটে দেয়া, এ কোন জুলুম?
প্রায় ৪ মাস আগে ময়মনসিংহের তারাকান্দায় হালিম উদ্দিন আকন্দ নামে সত্তোরোর্ধ এক বৃদ্ধকে ধরে জোর করে চুল কেটে দেয় কতিপয় লোক। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর তা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ভুক্তভোগীর ছেলে বাদী মামলাও করেছেন। কেন এই জোর জবরদস্তি? এর শাস্তিই বা কী-এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মাহা মীর্জা। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।