TBS ৮টার সংবাদ, ২৭ সেপ্টেম্বর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে-ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা জাতিসংঘে পুনর্ব্যক্ত করলেন ড. ইউনূস; বর্তমান পরিস্থিতিতে দেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের মন্তব্য সিইসির; সরকারের মেয়াদ দীর্ঘ হলে অর্থনীতির ক্ষতি বাড়বে মন্তব্য ড. ফাহমিদার; সাত দিনের মাথায় আবারও ভূমিকম্প অনুভূত; ইরানের ওপর পুনর্বহাল হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা।