TBS ৮টার সংবাদ, ২২ সেপ্টেম্বর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- নির্বাচনি পরিবেশ-প্রস্তুতি জানতে ইসিতে ইইউ দল; পাঁচ রাজনীতিক নিয়ে নিউইয়র্কে ড. ইউনূস; পেনশনের টাকা পুঁজিবাজারে আনতে চান অর্থ উপদেষ্টা; জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি বলছে এনবিআর; এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পুর্তগাল।