জুলাই অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি
জুলাই অভ্যুত্থান উদযাপন করবে বিএনপি। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এই সংক্রান্ত ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটি ঘোষণা করেছে দলটি। কমিটির আহ্বায়ক রুহুল কবীর রিজভী ও সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ১৯ জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকে তারা শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসেবে পালন করবে। পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে। শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণ করা হবে।
