বাংলাদেশকে এড়িয়ে কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করছে ভারত
চলমান টানাপোড়েনের কারণে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় ভারত কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের নতুন সমুদ্রপথ বেছে নিয়েছে। যেখানে বাংলাদেশকে পাশ কাটিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যকে সংযুক্ত করবে।