জলবায়ু সংকটে কঠিন চ্যালেঞ্জের মুখে মহেশখালী দ্বীপ
দেখে বোঝার উপায় নেই, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালী এটি। পাহাড়ের জন্যই দ্বীপটি বিখ্যাত হলেও বিশ বছর আগেও এখানকার পরিবেশ ছিল অন্যরকম। কিন্তু দিন দিন পাহাড় কাটা আর বন উজাড়ের কারণে জীববৈচিত্র্যের এই দ্বীপ এখন অস্তিত্ব সংকটে ভুগছে।