বিশ্বের প্রথম দুই আসনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০এস আনল চীন

জে-২০ যুদ্ধবিমানের পাল্লা যুক্তরাষ্ট্রের এফ-২২ ও এফ-৩৫ এর চেয়ে প্রায় দ্বিগুণ হওয়ায়, দীর্ঘমেয়াদি মিশনে ভাগাভাগি করে দায়িত্ব পালনের সুবিধা দিতেই দুই আসনের সংস্করণ আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।