অর্থ পাচারের মামলায় পশ্চিমবঙ্গে পি কে হালদার ও তার ২ সহযোগীর জামিন

পি কে হালদারের দুই সহযোগী হলেন- স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র ও উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র। অর্থ পাচারের মামলায় মোট ১০ লাখ টাকার বন্ডে তারা জামিন পেয়েছেন।