যেভাবে 'অহংকারী' তকমা ঘুচিয়ে ১৮০ বছর পর ফ্রান্সে শায়িত সাবেক প্রেসিডেন্টকন্যার দেহাবশেষ ফিরছে নিজ দেশে
১৮৩৯ সালে প্যারিসে আটকা পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর জ্যেষ্ঠ কন্যা এলিজা মনরো হে। চরম দুর্দশা থেকে বাঁচতে মরিয়া হয়ে সেই চিঠিতে তিনি সরাসরি সাহায্যের আকুতি জানান।
