আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না, তা প্রকাশ্যে থাকা উচিত: দুদক কমিশনার
তিনি আরও বলেন, যে আস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমাকে দুদকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি পালন করতে চাই। এটা একটা আমানত। এই আমানতে মিশে আছে জুলাই মাসের বিপ্লবী ছাত্র-জনতার রক্ত ও তাদের আশা...