আমার হাঁটুর ক্ষত ও কাটা দাগ—আমার বন্য, অসম্পূর্ণ, পিতৃহীন জীবনের চিহ্ন: অরুন্ধতী রায়
প্লেনটি ভয়ংকর মনে হচ্ছিল, মানুষদের ভয়ংকর মনে হচ্ছিল, আকাশও ভয়ংকর মনে হচ্ছিল। আমি চাইছিলাম প্লেনটি পড়ে যাক এবং আমরা সবাই মারা যাই। বিশেষ করে সেই শিশুরা যারা অতিরিক্ত পোষ্য ছিল। কিন্তু কিছুক্ষণ পর মা...