ভারতে পাইলট ও ক্রু সদস্যরা পারফিউম ব্যবহার করতে পারবে না!

নতুন প্রস্তাবিত নির্দেশিকায় বলা হয়েছে, যে যন্ত্রে এই শ্বাস পরীক্ষা করা হয় সেটার সূচক যাতে ০.০০০ থাকে সেটা দেখা দরকার। ভুল রিডিং যাতে না হয় সেটা নিশ্চিত করতেই এমন সতর্কতা।