তৃতীয় মেয়াদে মোদির ‘৪০০-পার’ আটকে গেল ‘ইনডিয়া ওয়ালে’

নির্বাচনী ফল ঘোষণা চলমান আছে, এরমধ্যে এনডিএ জোট ৩০০’র কাছাকাছি আসন পেতে চলেছে এটি প্রায় নিশ্চিত। কিন্তু, বিজেপির জন্য বড় দুঃসংবাদ হলো গত দুই লোকসভায় দলের একক যে সংখ্যাগরিষ্ঠতা ছিল– এবার তা থাকছে না।