‘রূপবান’: দেশি চলচ্চিত্রের প্রথম সুপারহিট; দেড় লাখের ছবির আয় ২০ লাখ!

দূর-দূরান্তের গ্রাম থেকে দর্শকরা কোমরে চিড়া-মুড়ি গুঁজে গরুর গাড়িতে চড়ে সূর্য ওঠার আগেই রওনা হতেন শহরের সিনেমা হলের উদ্দেশে। কেউবা প্রমত্তা পদ্মা পেরিয়ে আসতেন। পৌঁছাতে রাত হয়ে গেলে হলসংলগ্ন মাঠেই...