রানিকে হত্যা করতে উসকে দেয় তারই সন্তানদের; সিংহাসন দখলে পিঁপড়েদের অভিনব এক কৌশল উন্মোচন বিজ্ঞানীদের

একটি পিঁপড়ের কলোনিতে রানি মৃত্যুমুখে; তাকে আক্রমণ করছে তারই সন্তানরা। আর ঠিক সে সময়ই আড়ালে থেকে সুযোগের অপেক্ষায় থাকে তাদের লেলিয়ে দেয়া আসল শত্রু, অন্য প্রজাতির এক আগ্রাসী রানি।