নববর্ষ উপলক্ষ্যে নাসিরনগরে দুদিন ব্যাপী শুঁটকি মেলা জমে উঠেছে
বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বসেছে শুঁটকি মেলা। এ মেলায় পাওয়া যাচ্ছে লইট্টা, ট্যাংরা, বাইম, শোল, গজার, ঘইন্না, বোয়াল, পুঁটিসহ দেশীয় নানা প্রজাতির মাছের শুঁটকি। রয়েছে সামুদ্রিক শুঁটকিও।