টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র্যাডক্লিফ
হ্যারি পটারের চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করা ড্যানিয়েল র্যাডক্লিফ আসন্ন এইচবিও টিভি সিরিজ হ্যারি পটারের ভূমিকায় নতুন মুখ ডমিনিক ম্যাকলাকলিনকে সরাসরি চিঠি লিখেছেন বলে জানান।
