গুগলের নতুন ওপেন সোর্স এআই: এক্স-রে ও মেডিকেল রেকর্ড বিশ্লেষণ করবে বিনামূল্যেই

তবে গুগল পরিষ্কার করে জানিয়েছে, এই মডেলগুলো চিকিৎসক প্রতিস্থাপন করার জন্য নয়। এর তৈরি রিপোর্ট পরীক্ষা করতে হবে, সুপারিশ যাচাই করতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে যোগ্য চিকিৎসকদের হাতে।