টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান
টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ রাজি নয় বলে জানানোর পর পিসিবির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তান এগিয়ে আসতে পারে। বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পাকিস্তানের মাঠগুলো 'পুরোপুরি প্রস্তুত'।
সূত্রটি আরও জানায়, পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে সফলভাবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে গত বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ও আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।
উল্লেখ্য, উগ্রবাদীদের চাপের মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই জেরে বাংলাদেশ-ভারত দুই দেশের টানাপোড়েন ক্রিকেট ছাপিয়ে কূটনৈতিক পর্যায়ে পৌঁছায়। তবে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে আইপিএল বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্দিষ্ট করে কোনো কারণ জানায়নি।
এ ঘটনার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়। এরই মধ্যে আইসিসিকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।
সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বাংলাদেশের ম্যাচ অন্য কোনো দেশে হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
