পরীক্ষায় পাশ, বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব

সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই অলরাউন্ডার তার সর্বশেষ বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করায় সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও বোলিং করতে পারবেন। কয়েক মাস স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলার পর, তিনি এখন আবার তার অলরাউন্ডার ভূমিকায় ফিরতে পারবেন।
ক্রিকবাজের কাছে বিষয়টি নিশ্চিত করে সাকিব আবারও বোলিং করার অনুমতি পাওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি বলেন, "খবরটি সঠিক (বোলিং পরীক্ষায় পাশ করার ব্যাপারে) এবং আমি আবার বোলিং করার অনুমতি পেয়েছি।"
গত বছরের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। ফলে বোলিং করায় নিষেধাজ্ঞা পান তিনি।
আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষার সময় সাকিবের বোলিং অ্যাকশনে কিছু ত্রুটি পাওয়া যায়। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতাগুলোর বাইরে তার বোলিং নিষিদ্ধ করা হয়। ডিসেম্বরের পরবর্তী পরীক্ষায়ও ত্রুটি পাওয়া যায়। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তার পক্ষে বোলিং শুরু করা সম্ভব হয়নি।
তবে, দ্রুত ফিরে আসার পরিবর্তে সাকিব তার অ্যাকশন ঠিক করার চেষ্টা করেছেন। এই মাসের শুরুতে ইংল্যান্ডে আরেকটি পরীক্ষা দেন এবং এবার তিনি বোলিং করার অনুমতি পান। ৮৬০টি স্বীকৃত ম্যাচে ১,২৪৭টি উইকেট নেয়া এই অভিজ্ঞ খেলোয়াড় এখন আবার বোলিং করতে পারবেন।
কাউন্টি খেলার পর সাকিব ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে দুটি টেস্ট খেলেন। নভেম্বরে তিনি আবু ধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেন এবং পরে শ্রীলংকায় আরেকটি টি-১০ টুর্নামেন্টে অংশ নেন। ওই সময়েই তার বোলিং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। ফলে তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে হয়েছিল। এরপর তিনি কোনো স্বীকৃত ক্রিকেটে অংশগ্রহণ করেননি।
অক্টোবরে বাংলাদেশে ফিরেই একটি বিদায়ী টেস্ট খেলার কথা ছিল তার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল হয়ে যায়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য সাকিব আলা হাসান দেশের বাইরে রয়েছেন। গত মাসে তার বোলিং নিষেধাজ্ঞার কারণে তাকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকেও বাদ দেয়া হয়।