বিপিএলের ম্যাচ কবে, কখন, কোথায়
২১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বেলা দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ঘরোয়া টি-টোয়েন্টির জমজমাট আসরটির। এদিন আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।
৬ দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি।
ঢাকায় প্রথম পর্বে আটটি ম্যাচ হবে। এরপর চট্টগ্রামে পাঁচ দিনে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। আবার ঢাকায় ফিরে দুদিনে চারটি ম্যাচ হবে। এরপর সিলেটে পাঁচদিনে বিপিএলের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরবে। কবে, কখন কোন ম্যাচ, এক নজরে দেখে নেওয়া যাক।
| তারিখ | ম্যাচ | সময় |
| ২১.১.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–ফরচুন বরিশাল | বেলা ১:৩০ মি. |
| ২১.১.২২ | খুলনা টাইগার্স–মিনিস্টার ঢাকা | সন্ধ্যা ৬:৩০ মি |
| ২২.১.২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স–সিলেট সানরাইজার্স | বেলা ১২:৩০ মি. |
| ২২.১.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–মিনিস্টার ঢাকা | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ২৪.১.২২ | ফরচুন বরিশাল–মিনিস্টার ঢাকা | বেলা ১২:৩০ মি. |
| ২৪.১.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ২৫.১.২২ | সিলেট সানরাইজার্স–মিনিস্টার ঢাকা | বেলা ১২:৩০ মি. |
| ২৫.১.২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স–ফরচুন বরিশাল | সন্ধ্যা ৫:৩০ মি. |
| চট্টগ্রাম পর্ব | ||
| ২৮.১.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–খুলনা টাইগার্স | বেলা ১:৩০ মিনিট |
| ২৮.১.২২ | সিলেট সানরাইজার্স–মিনিস্টার ঢাকা | সন্ধ্যা ৬:৩০ মিনিট |
| ২৯.১.২২ | খুলনা টাইগার্স–ফরচুন বরিশাল | বেলা ১২:৩০ মি. |
| ২৯.১.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–সিলেট সানরাইজার্স | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ৩১.১.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–কুমিল্লা ভিক্টোরিয়ান্স | বেলা ১২:৩০ মি. |
| ৩১.১.২২ | খুলনা টাইগার্স–ফরচুন বরিশাল | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ১.২.২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স–মিনিস্টার ঢাকা | বেলা ১২:৩০ মি. |
| ১.২.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–ফরচুন বরিশাল | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ঢাকা পর্ব | ||
| ৩.২.২২ | খুলনা টাইগার্স–সিলেট সানরাইজার্স | বেলা ১২:৩০ মি. |
| ৩.২.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–কুমিল্লা ভিক্টোরিয়ান্স | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ৪.২.২২ | সিলেট সানরাইজার্স–ফরচুন বরিশাল | দুপুর ১:৩০ মি. |
| ৪.২.২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স–মিনিস্টার ঢাকা | সন্ধ্যা ৬:৩০ মি. |
| সিলেট পর্ব | ||
| ৭.২.২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স–ফরচুন বরিশাল | বেলা ১২:৩০ মি. |
| ৭.২.২২ | খুলনা টাইগার্স–সিলেট সানরাইজার্স | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ৮.২.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–মিনিস্টার ঢাকা | বেলা ১২:৩০ মি. |
| ৮.২.২২ | সিলেট সানরাইজার্স–ফরচুন বরিশাল | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ৯.২.২২ | খুলনা টাইগার্স–মিনিস্টার ঢাকা | বেলা ১২:৩০ মি. |
| ৯.২.২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স–সিলেট সানরাইজার্স | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ঢাকা পর্ব | ||
| ১১.২.২২ | খুলনা টাইগার্স–কুমিল্লা ভিক্টোরিয়ান্স | বেলা ১:৩০ মি. |
| ১১.২.২২ | ফরচুন বরিশাল–মিনিস্টার ঢাকা | সন্ধ্যা ৬:৩০ মি. |
| ১২.২.২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–সিলেট সানরাইজার্স | বেলা ১২:৩০ মি. |
| ১২.২.২২ | খুলনা টাইগার্স–কুমিল্লা ভিক্টোরিয়ান্স | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ১৪.২.২২ | এলিমিনেটর | বেলা ১২:৩০ মি. |
| প্রথম কোয়ালিফায়ার | সন্ধ্যা ৫:৩০ মি. | |
| ১৬.২.২২ | দ্বিতীয় কোয়ালিফায়ার | সন্ধ্যা ৫:৩০ মি. |
| ১৮.২.২২ | ফাইনাল | সন্ধ্যা ৬:৩০ মি. |
