অবশেষে কলকাতার একাদশে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষের পথে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিব আল হাসানের জায়গা পাওয়ার নাম নেই। অবশেষে অপেক্ষা ফুরালো বাংলাদেশ অলরাইন্ডারের। রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাকে একাদশে নিয়েছে কলকাতা।
৯ ম্যাচ পর কলকাতার হয়ে খেলতে নেমেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের টিম সেইফার্টের বদলে তাকে একাদশে নিয়েছে প্লে-অফের দৌড়ে কঠিন অবস্থায় পড়ে যাওয়া দলটি। এই ম্যাচে আট নম্বরে ব্যাটিং করবেন সাকিব।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে টস জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেন উইলিয়ামসন।
এবারের আইপিএলে ভালো সময় গেল না সাকিবের। স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে তিন ম্যাচে ৩৮ রান ও ২টি উইকেট নিয়েছিলেন তিনি। এরপর তার বদলে সুনীল নারাইনকে সুযোগ দিয়ে এসেছে কলকাতা। অবশেষে সাকিবের ওপর আস্থা রাখলো দলটি।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতীশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারাইন, শিবম মাভি, টিম সাউদি ও বরুণ চক্রবর্তী।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও সিদ্ধার্থ কৌল।