ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন হর্ষবর্ধন শ্রিংলা

ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার সকালে তিনি এ নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত পদে কর্মরত ছিলেন। পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে নয়াদিল্লিতে ফেরেন এ কূটনীতিক।
তার ভেরিফাইড ফেসবুক ও টুইটার পোস্টে তিনি আমেরিকা থেকে দিল্লি ফেরার কথা জানান।
গত ২৩ ডিসেম্বর হর্ষবর্ধন শ্রিংলাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আদেশ দেয় ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয়। সাবেক পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের মেয়াদও মঙ্গলবার শেষ হয়। তারই স্থলাভিষিক্ত হলেন হর্ষবর্ধন শ্রিংলা।
১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার হর্ষবর্ধন শ্রিংলা। ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের হাইকমিশনার পদেও কাজ করেছেন তিনি। এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম, ইসরাইল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন তিনি।