ডেলমরগান অ্যান্ড কোম্পানির সঙ্গে ৭০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর পদ্মা ব্যাংকের

আজ শনিবার ক্যালিফোর্নিয়াভিত্তিক বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে 'সম্ভাব্য ৭০ কোটি ডলারের বিনিয়োগ ও ইকুইটি ক্যাপিটাল' আসছে পদ্মা ব্যাংকে। সেইসঙ্গে এ স্মারক স্বাক্ষরের ফলে পরিবর্তন আসতে পারে ব্যাংকটিরও নিয়ন্ত্রণেও। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেলমর্গান অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান রব ডেলগাডো বলেন, আমরা পদ্মা ব্যাংকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। ব্যাংকটি বিদেশি বিনিয়োগের যে সুযোগ সৃষ্টি করেছে, আমরা সেটি এগিয়ে নিতে পারব বলে আশা করছি।
ডেলমরগানের প্রেসিডেন্ট ও সিইও নিল মরগানবেসার বলেন, আমরা পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা টিমের মান ও ভিশন দেখে মুগ্ধ হয়েছি। আগ্রহী বিনিয়োগকারীদের কাছে পদ্মা ব্যাংককে তুলে ধরার ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা এবং বিশ্বব্যাপী যোগাযোগ কাজে লাগানোর ব্যাপারে অত্যন্ত উৎসাহী।
ডেলমরগানের ব্যবস্থাপনা পরিচালক সামির আসাফ যোগ করেন, 'ডেলমর্গানের বাংলাদেশ অপারেশন প্রধান হিসেবে আমি দেশটির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পেরে গর্বিত ও উচ্ছ্বসিত।
ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকাভিত্তিক ডেলমরগান অ্যান্ড কোম্পানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিনিয়োগ ব্যাংক ও অর্থনৈতিক উপদেষ্টা। তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এ কোম্পানি ৩০০ বিলিয়ন ডলারের লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে।
পদ্মা ব্যাংক পূর্বে ফার্মার্স ব্যাংক নামে পরিচিত ছিল। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের কারণে ব্যাংকটি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।
চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী—এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অভ বাংলাদেশ ২০১৮ সালে ব্যাংকটিকে বাঁচাতে এগিয়ে আসে। সে সময় পদ্মা ব্যাংককে ৭১৫ কোটি টাকার মূলধন জোগায় রাষ্ট্রায়ত্ত এই পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
কিন্তু নাম বদলে পদ্মা ব্যাংক হওয়ার পরও পরিস্থিতি খুব একটা বদলায়নি। এ কারণে 'সম্ভাব্য ধস' আন্দাজ করতে পেরে বেঁচে থাকতে সরকারি বিভিন্ন সংস্থা ও সরকারি ব্যাংকের আমানতের বিপরীতে শেয়ার ইস্যু করার ইচ্ছা প্রকাশ করে ব্যাংকটি। এটা সম্ভব না হলে সরকারি যেকোনো ব্যাংকের সঙ্গে একীভূত হতে চায় পদ্মা ব্যাংক।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু গত ৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ে এই একীভূতকরণ বা অধিগ্রহণের প্রস্তাব জমা দেন।
সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক—এই পাঁচ ব্যাংকের যেকোনো একটির সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব দেয় ব্যাংকটি।