বৈদ্যুতিক নৌযানের বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের ‘আয়রনের’ জয়

বাংলাদেশে তৈরী বৈদ্যুতিক নৌযান 'আয়রন' এ বছরের 'গুস্তাভ ট্রুভে ইলেকট্রিক্যাল বোট এওয়ার্ডস' প্রতিযোগিতার কাস্টমাইজড ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নৌযান হিসেবে বিজয়ী হয়েছে।
ফরাসী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আবিষ্কারক গুস্তাভ ট্রুভের সম্মানে ২০২০ সাল থেকে কানাডার প্লাগবোট কর্তৃক আয়োজিত হচ্ছে এ প্রতিযোগিতা। এটিই পৃথিবীর একমাত্র ইলেকট্রিক-নৌযান প্রতিযোগিতা।
এ বছর টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে প্রতিযোগিতার আসর, যাতে মনোনয়ন পেয়েছে বিভিন্ন দেশের প্রায় শখানেক নৌকা। মজার বিষয় হচ্ছে, এ বছর আটটি দেশের আটটি নৌকা প্রতিযোগিতার বিভিন্ন শাখায় পুরস্কার লাভ করেছে।
অনলাইন ভোটিংয়ের মাধ্যমে বোট এসোসিয়েশনের বিচারক প্যানেল প্রত্যেক ক্যাটাগরি থেকে বিজয়ী নৌযান নির্ধারণ করেন।

পরিবেশবান্ধব এবং সোলার পাওয়ারে চলা বাংলাদেশের আয়রন 'কাস্টমাইজড/ ডিআইওয়াই ইলেকট্রিক বোটস' ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নৌযানের পুরস্কার জিতে নিয়েছে। ২০.৫ মিটার/ ৬৭ ফুটের ৬ কেবিন বিশিষ্ট এই সোলার বোট ইকোমেরিন ক্রুজের আয়োজন করে থাকে। এটি দেশের প্রথম শব্দহীন তেল ও জ্বালানি দূষণমুক্ত নৌযান।
রুফটপ সোলার প্যানেল এবং ব্যাটারি ব্যাংকে চলা আয়রনে রয়েছে দুটি ৮ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক মোটরস। তবে যানটির কাঠামো এতটাই উদ্ভাবনী নকশা সম্পন্ন এবং শক্তি সাশ্রয়ী যে মোটরদুটির মাত্র একটি ব্যবহারেই আয়রন ঘন্টায় ১২ কিলোমিটার গতিতে চলতে পারে।