অলিম্পিক ভিলেজে এবার চার অ্যাথলেট করোনায় আক্রান্ত

টোকিও অলিম্পিক শুরুর সময় যতোই ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে করোনাভাইরাসের দাপট। অলিম্পিক সংশ্লিষ্টদের করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। শনিবার অলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে অলিম্পিক ভিলেজ অবস্থান করা একজনের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। রোববার জানানো হলো চারজন খেলোয়াড়সহ মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।
হারুমি ওয়াটারফ্রন্ট ডিস্ট্রিক্টের অলিম্পিক ভিলেজে অ্যাথলেট আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। অলিম্পিক ভিলেজ থেকে আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তির মতো দুজন খেলোয়াড়ের নাম, দেশের নাম প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে তারা দুজনই একই দেশের এবং একই ডিসিপ্লিনের।
প্রথমে এই দুজনের আক্রান্তের খবর জানানো হয়। পরে আসে আরও আক্রান্তের খবর। দক্ষিণ আফ্রিকা অলিম্পিক ফুটবল দলের তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন খেলোয়াড় ও একজন ভিডিও অ্যানালিস্ট।
একজনের করোনা আক্রান্ত হওয়ার খবরেই হইচই পড়ে গিয়েছিল। ৫ দিন আগে অলিম্পিক ভিলেজের মতো জায়গায় আরও পাঁচজন আক্রান্ত হওয়ায় অলিম্পিক আয়োজনই শঙ্কার মুখে পড়ে যাচ্ছে। অ্যাথলেট থেকে শুরু করে অংশগ্রহণকারী দেশের সব প্রতিনিধি এখানেই থাকেন। এখানেই করোনা থাবা বসানোয় আয়োজক কমিটি কঠিন অবস্থাতেই পড়ে গেছে।
জাপানিরা এমনিতেই করোনার মাঝে অলিম্পিক আয়োজনের বিপক্ষে। টোকিওতে আবার জরুরি অবস্থা চলছে। এর মধ্যেই অলিম্পিক আয়োজন করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন টোকিওবাসীরা। এ নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তারা আয়োজক কর্তৃপক্ষের কাছে অলিম্পিক বাতিলের জন্য আবেদনও করেছেন।
টোকিও অলিম্পিকে অংশ নেওয়া নিয়ে অনেক অ্যাথলেটই দ্বিধায়। জাপানে গিয়ে উৎকণ্ঠায় দিন কাটানোর কথা জানিয়েছেন অনেকে। কেউ কেউ আবার এই সময়ে অলিম্পিকে অংশ নেওয়ার বিপক্ষে। করোনা শঙ্কায় অনেক তারকা অ্যাথলেট ইতোমধ্যেই টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।