বাংলাদেশে যাত্রা শুরু করল পাকিস্তানি ব্র্যান্ড মারিয়া বি
পাকিস্তানি ব্র্যান্ড মারিয়া বি চলতি সপ্তাহে ঢাকায় তাদের প্রথম শাখা চালু করেছে। এটি বাংলাদেশে পা রাখা প্রথম আন্তর্জাতিক নারী পোশাক ব্র্যান্ড। বাংলাদেশ বিশ্বের অনেক পোশাক উৎপাদন করলেও এখানে বিদেশি রিটেইলার বা খুচরা বিক্রেতাদের প্রতিষ্ঠানের অভাব রয়েছে।
চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এইচঅ্যান্ডএম, জারা এবং ইউনিক্লো-সহ অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক তৈরিতে বিশেষ পারদর্শী।
যদিও এই ব্র্যান্ডগুলোর পণ্য বাংলাদেশের বাজারে পাওয়া যায়—যার বেশিরভাগই কারখানার 'লেফটওভার' বা অবশিষ্টাংশ হিসেবে—তবে দেশে তাদের কোনো অফিশিয়াল বা আনুষ্ঠানিক শোরুম নেই।
ঢাকায় মারিয়া বি–এর আউটলেট চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশি বাজারে এটি প্রথম আন্তর্জাতিক নারী ফ্যাশন হাউস হিসেবে প্রবেশ করল। বাংলাদেশে শোরুম থাকা অন্য বিদেশি ব্র্যান্ডটি হলো 'জে.' যা প্রয়াত প্রখ্যাত পাকিস্তানি গায়ক থেকে উদ্যোক্তা হওয়া জুনাইদ জামশেদের একটি পরিবার-কেন্দ্রিক পোশাকের ব্র্যান্ড।
ফ্যাশন ডিজাইনার এবং বাংলাদেশি পোশাক ব্র্যান্ডের মালিক শাহরুখ আমিন আরব নিউজকে বলেন, 'এটি প্রশংসনীয় যে মারিয়া বি-এর মতো একটি ব্র্যান্ড বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার এবং ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়েছে। এই ধরনের আন্তর্জাতিক ব্র্যান্ডের উপস্থিতি আমাদের স্থানীয় ফ্যাশন বাজারের ভাবমূর্তিও উজ্জ্বল করবে।'
তিনি আরও বলেন, 'ফ্যাশন এখন একটি বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে। হাতে মোবাইল ফোন থাকলেই আমরা এখন সারা বিশ্বের ফ্যাশন ট্রেন্ড দেখতে পাই।'
আমিন জানান, এই পাকিস্তানি ডিজাইনারের আউটলেটটি এরই মধ্যে বাংলাদেশি ফ্যাশন সচেতনদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
তিনি বলেন, 'তার পোশাকের নিজস্ব একটি বিশেষ ধরন রয়েছে যা অন্য অনেক ডিজাইনারের কাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না।'
তিনি আরও বলেন, 'ঢাকায় এই ব্র্যান্ডটি চালু হওয়ার আগে বাংলাদেশি ফ্যাশনপ্রেমীরা দুবাই, লন্ডন, যুক্তরাষ্ট্র কিংবা অনলাইনের মাধ্যমে অগ্রিম অর্ডার দিয়ে তার পোশাক সংগ্রহ করতেন।'
বিশ্বজুড়ে স্বীকৃত এই পাকিস্তানি ফ্যাশন হাউসের উপস্থিতি কেবল এর জনপ্রিয়তার কারণেই নয়, বরং প্রথম কোনো উচ্চমানের বিদেশি ডিজাইনার ব্র্যান্ডের প্রবেশ হিসেবেও প্রশংসিত হচ্ছে।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশের সভাপতি মাহীন খান বলেন, 'আমরা একটি বৈশ্বিক শহরে বাস করছি এবং এখানে একটি বৈশ্বিক পরিবেশ চাই। একটি বিখ্যাত পাকিস্তানি ব্র্যান্ড ঢাকায় তাদের কার্যক্রম শুরু করা একটি ইতিবাচক উন্নয়ন।'
একে একটি সংকেত হিসেবেও দেখা হচ্ছে, বাংলাদেশের পোশাক খাত—যা মূলত ইউরোপীয় ব্র্যান্ডগুলোর 'ফাস্ট-ফ্যাশন' বা সস্তা উৎপাদনের ওপর নির্ভরশীল—তা আরও বড় এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
বাংলাদেশের ফ্যাশন জগতের অন্যতম পরিচিত মুখ ও মডেল আজরা মাহমুদ আরব নিউজকে বলেন, 'এটি একটি বড় ব্যাপার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসার বিষয়ে খুব একটা আগ্রহ দেখায় না। এমনকি আন্তর্জাতিক ফুড চেইনগুলোও এখানে আসতে খুব একটা আগ্রহী নয়।'
তিনি আরও বলেন, 'ফ্যাশন শিল্প একটি ব্যবসাও বটে। সেই দৃষ্টিকোণ থেকে, আমি মারিয়া বি-এর মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ঢাকায় আউটলেট চালু করাকে অত্যন্ত ইতিবাচক মনে করি। যত বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড এখানে আসবে, আমাদের ফ্যাশন শিল্পের জন্য ততই মঙ্গল।'
