তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও ৩ নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এছাড়া নর্ডিক অঞ্চলের তিন দেশ—সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরাও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে। বাংলাদেশের উন্নয়ন বিষয়ে তার ভাবনা নিয়েও বিদেশিদের আগ্রহ আছে।
হুমায়ুন কবির জানান, আজ চারটি দেশের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এগুলো ছিল সৌজন্য সাক্ষাৎ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে কীভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে। কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি। তবে তারা সবাই নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনের পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রাপথে অগ্রসর হবে—এমন প্রত্যাশার কথাও তারা জানিয়েছেন।
সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
