সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল
দেশের সব অন্যায়-অবিচার দূর করার জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, 'আমরা সব অন্যায়, অবিচার দূর করার জন্য হ্যাঁ ভোট দেব। এটি কোনো দলের ম্যান্ডেট নয়, এটি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট। বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়। এটি কোনো দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে এই গণভোট।'
আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়ার জেলা পরিষদ মিলয়নায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটারদের আস্থা বৃদ্ধি করা, গণভোট ও জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনা বৃদ্ধিকরণ বিষয়ে এই সভার আয়োজন করে বগুড়া জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল বলেন, 'গত তিনটি ইলেকশনে ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি। একবার করেছে রাতের ভোট। একবার করেছে প্রতিদ্বন্দ্বি ছাড়াই একক ভোট। আরেকবার করেছে আমি-ডামির একটি ভুয়া ভোট।'
তিনি বলেন, 'তারা বাংলাদেশের মানুষকে ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে, নিজেরা নিজেদেরকে ইলেক্টটেড ঘোষণা করে, বাংলাদেশের মানুষের সঙ্গে নির্মম নির্যাতন চালিয়ে, দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল।'
তিনি আরও বলেন, 'আজকে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের ভূমিকার কারণে আমরা একটি নতুন সময়ে উপস্থিত হয়েছি। যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো যাবে না। অর্থাৎ আপনার সরকার আপনি নির্ধারণ করবেন।'
আসিফ নজরুল বলেন, 'আগে ঠিক করত শেখ হাসিনা, একজন ব্যক্তি। এখন ১৮ কোটি মানুষ এটি ঠিক করবে। কাজেই অসাধারণ এক নির্বাচন অনুষ্ঠিত করব। অন্যকে ভোট দিতে বাধা দিলে আপনিও শেখ হাসিনা হয়ে গেলেন।'
এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, 'আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন বলেছিলাম আমাদের তিনটি প্রধান কাজ। এগুলো হলো সংস্কার, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার ও নির্বাচন।'
তিনি বলেন, 'বাংলাদেশে দুর্নীতি রোধে, দেশের টাকা বিদেশে পাচার না হয়, যাতে বাংলাদেশ ব্যাংক লুট না হয়, যাতে ভারতের কাছে আমাদের নতজানু হয়ে থাকতে না হয়, এই সমস্ত জিনিস এনশিওর করার জন্য আমাদের দেশের আইন, বিধি ও প্রতিষ্ঠানের অনেক কিছুর পরিবর্তন প্রয়োজন ছিল। যেসব পরিবর্তন আমাদের সরকারের পক্ষে সম্ভব, আইন প্রণয়ন করে তার অনেক কিছু আমরা করেছি।'
দেশের আরও বড় সংস্কারের জন্য গণভোটে জনগণের মতামত প্রয়োজন জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, 'দেশে আরও বড় বড় সংস্কারের জন্য , সংবিধানের পরিবর্তনের প্রয়োজন। সংবিধান পরিবর্তনের ক্ষমতা এই সরকারের নেই। বড় পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোরর সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি জুলাই সনদের।'
তিনি বলেন, 'এখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। সরকারও চায়; কিন্তু জনগণের তো মতামত নেওয়া হননি। জণগণের মতামত নেওয়ার জন্যই এই গণভোটের আয়োজন করা হয়েছে।'
গণভোটের বিষয়ে বিস্তারিত আলাপকালে অন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'গণভোটে হ্যাঁ ভোট থাকবে, না ভোট থাকবে। আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক দুর্নীতি দূর হোক; তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন।'
তিনি বলেন, 'আপনি যদি চান শেখ হাসিনার আমলের মতোই দেশে দুর্নীতি চলুক, বৈষম্য চলুক, সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক, যখন ইচ্ছে সংবিধান পরিবর্তন করুক, বড় বড় খুনিকে একটা সরকার ক্ষমতায় এসে মাফ করুক; এই সমস্ত অন্যায়-অবিচারের পক্ষে যদি থাকেন তাহলে আপনি না ভোট দিবেন। দেশের স্বার্থ থেকেই আমরা বিভিন্ন জেলায় ভ্রমণ করে মানুষের সঙ্গে কথা বলছি।'
