কেবল ট্রাম্পই পারেন পুতিনকে থামাতে: পোল্যান্ডের প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপে হুমকি দেওয়া থেকে থামানোর ক্ষমতা একমাত্র ডোনাল্ড ট্রাম্পেরই আছে বলে মনে করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি। বিবিসি রেডিও ৪-এর 'টুডে' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট নাওরোকি বলেন, রুশ প্রেসিডেন্টকে মোটেও বিশ্বাস করা যায় না। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প যে প্রচেষ্টা চালাচ্ছেন, তাতে ইউরোপের দেশগুলোর উচিত তাকে সব ধরনের সহযোগিতা করা।
ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে নাওরোকির পরিচিতি আগে থেকেই। বর্তমানে তিনি ব্রিটেন সফর করছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
পোল্যান্ডের প্রেসিডেন্টের মতে, ভ্লাদিমির পুতিন এখন কেবল পোল্যান্ড নয়, বরং মধ্য ও পূর্ব ইউরোপের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করা এবং এই সামগ্রিক 'সমস্যা' সমাধানের সক্ষমতা একমাত্র মার্কিন প্রেসিডেন্টের রয়েছে।
পোল্যান্ডের ওপর রুশ হুমকির উদাহরণ দিতে গিয়ে নাওরোকি গত সেপ্টেম্বরের একটি ঘটনার কথা উল্লেখ করেন। সে সময় বেলারুশ ও ইউক্রেন সীমান্ত দিয়ে ২০টিরও বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছিল।
নাওরোকি একে একটি 'অস্বাভাবিক পরিস্থিতি' হিসেবে উল্লেখ করে বলেন, 'এর আগে ন্যাটোর কোনো সদস্য দেশ এত বড় পরিসরে ড্রোন হামলার মুখে পড়েনি।' তার মতে, রাশিয়া মূলত পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ন্যাটোর ঐক্য পরীক্ষা করে দেখছে।
পোল্যান্ডের সীমান্ত রক্ষায় আরএএফ টাইফুন যুদ্ধবিমান পাঠানোর জন্য ব্রিটেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাওরোকি। তিনি বলেন, 'আমরা এক বিপজ্জনক সময়ে বাস করছি।' তার দাবি, ২০২১ সাল থেকেই রাশিয়ার সঙ্গে এক ধরনের 'হাইব্রিড যুদ্ধে' লিপ্ত রয়েছে পোল্যান্ড। ড্রোনের অনুপ্রবেশ এবং অপপ্রচারের মাধ্যমে রাশিয়া এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
গ্রিনল্যান্ড বিতর্ক সত্ত্বেও ট্রাম্পের ওপরই ভরসা পোল্যান্ডের
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড 'যেকোনো উপায়ে' দখলে নেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ইউরোপজুড়ে অস্থিরতা তৈরি করেছে। ৭৭ বছরের পুরোনো ন্যাটো জোটের ভেতরেও এই ইস্যুতে ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এ বিষয়টিকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের শক্তিশালী সম্পর্কের পক্ষেই কথা বলেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোলে নাওরোকি।
তিনি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক থাকলেও যুক্তরাষ্ট্রই এখনো ইউরোপের নিরাপত্তার প্রধান 'অতন্দ্র প্রহরী'। ট্রাম্পের কর্মকাণ্ড 'শ্রদ্ধা ও সমর্থনযোগ্য' উল্লেখ করে তিনি বলেন, ইউরোপ নিজেকে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার যে চেষ্টা করছে, তা সামরিক বা অর্থনৈতিক—কোনো দিক থেকেই ইউরোপীয় ইউনিয়নের জন্য মঙ্গলজনক হবে না।
গ্রিনল্যান্ড ইস্যুটিকে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখছেন নাওরোকি। তার বিশ্বাস, ন্যাটোর কাঠামো ও আলোচনার মাধ্যমেই এই সংকটের সুষ্ঠু সমাধান হবে।
সাক্ষাৎকারে ইউরোপীয় নেতাদের কড়া সমালোচনাও করেন পোলিশ প্রেসিডেন্ট। তার মতে, ইউরোপের নেতারা এখন জলবায়ু নীতি বা অভিবাসন সংকটের মতো 'ততটা গুরুত্বপূর্ণ নয়' এমন সব তাত্ত্বিক বিষয়ে বেশি মগ্ন। এর ফলে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এর বিপরীতে পোল্যান্ড তাদের জিডিপির প্রায় ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করছে বলে জানান তিনি।
