তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টায় জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং সন্ধ্যা ৭টায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে পাকিস্তানের হাই কমিশনারও তার সঙ্গে বৈঠক করেন।
হুমায়ুন কবির বলেন, "তিন দেশের কূটনীতিকরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। শুরুতেই তারা বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।"
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বিএনপির আগামী দিনের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা এবং পররাষ্ট্র নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কী ধরণের পদক্ষেপ নেবে, সে বিষয়ে কূটনীতিকরা আগ্রহ দেখিয়েছেন এবং জানতে চেয়েছেন।
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, "আন্তর্জাতিক মহল তারেক রহমানকে বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করছে। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরার পর তাকে নিয়ে বিশ্ব মহলের আগ্রহ আরও বেড়েছে। দেশের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচনের বিষয়ে তাদের (রাষ্ট্রদূতদের) বিশেষ কোনো পর্যবেক্ষণ নেই। তবে ১৭ বছর পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে এ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মতো তাদেরও ব্যাপক আগ্রহ রয়েছে।"
তারেক রহমানের দলীয় পদবি পরিবর্তন সংক্রান্ত অন্য এক প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির জানান, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই এটি সম্পন্ন হবে।"
