আবারও বাড়ল ভোজ্য তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার মধ্যে ভোজ্য তেলের দাম দ্বিতীয় দফায় বাড়িয়েছে বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের আওতাধীন জাতীয় মূল্য পর্যবেক্ষণ ও নির্ধারণ কমিটি।
আজ সোমবার (১৫ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সূত্রগুলো জানায়, খোলা সয়াবিনের দর ২ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১১৭ টাকা করা হয়েছে। বোতলজাত সয়াবিনের দাম প্রতিলিটারে ৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩৯ টাকা। পাঁচ লিটার বোতলের দর ৩০টাকা বাড়িয়ে ৬৬০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে, পাম তেলের খুচরা মূল্য ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৯ টাকা করা হয়েছে।
ইতোপূর্বে, গত ১৫ ফেব্রুয়ারি ভোজ্য তেলের সর্বশেষ মূল্যসীমা নির্ধারণ করেছিল কমিটি।
সূত্রমতে, আন্তর্জাতিক বাজারে অশোধিত সয়াবিন ও পাম তেলের আমদানি মূল্য বিশ্লেষণ করে ভোক্তাপর্যায়ের নতুন দাম ঠিক করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববাজারে এখন সয়াবিন ও পাম তেলের টনপ্রতি মূল্য এখন যথাক্রমে ১,২৭৫ এবং ১,০৩৭ ডলার।
দেশে বর্তমানে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা ২০ লাখ টন। সিংহভাগ চাহিদায় পূরণ হয় আমদানির মাধ্যমে। গেল বছরের জুলাই থেকেই বিশ্ববাজারে ঊর্দ্ধমুখী অবস্থানে আছে অশোধিত সয়াবিন ও পাম তেলের দর।