জোটের প্রার্থী যেই হোক, তার পক্ষেই কাজ করবে এনসিপি: নাহিদ ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জোটের পক্ষ থেকে যাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচনী বৈতরণী পার করার জন্য আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গিয়েছি। তবে কতটি আসনে শেষ পর্যন্ত জোট হবে, সে বিষয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। সেই ধারাবাহিকতায় আমরা আজ ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি।'
এনসিপি প্রাথমিকভাবে ১২৫ জন প্রার্থী মনোনীত করলেও ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতার কারণে এই সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। এই আসন সমঝোতার ফলে প্রাথমিক মনোনয়ন পাওয়া অনেকের বঞ্চিত হওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নাহিদ ইসলাম দলের অবস্থান পরিষ্কার করেন।
তিনি বলেন, 'এনসিপি এবং এর সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী নির্বাচনী জোয়ার তৈরির লক্ষ্যে কাজ করবে। জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। এটি দলের স্বার্থে এবং বৃহত্তর রাজনীতির স্বার্থে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত। দলের জন্য যারা ব্যক্তিগত আত্মত্যাগ করছেন, পরবর্তী সময়ে দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবে।'
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলের কেন্দ্রীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
আসিফ মাহমুদের ভূমিকা সম্পর্কে আহ্বায়ক বলেন, 'এনসিপি এখন পুরোদমে নির্বাচনী যাত্রায়। আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ নেবেন না। তবে দলের প্রার্থীরা যাতে জয়ী হয়ে আসতে পারেন, সেজন্য তিনি সর্বাত্মক কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।'
আগামী কয়েক দিনের মধ্যেই জোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এনসিপি শেষ পর্যন্ত কতটি আসনে নির্বাচন করবে, তা পরিষ্কার হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
