তফসিল ঘোষণায় কাটছে ব্যবসায়িক অনিশ্চয়তা, এখন প্রয়োজন নির্বাচিত সরকার: বিকেএমইএ সভাপতি
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারা এতদিন নির্বাচনের অপেক্ষায় ছিলেন। এখন তফসিল ঘোষণা হওয়ায় অর্থনীতির চাকা সচল করতে দ্রুত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসা জরুরি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ হাতেম বলেন, 'আগামী নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা বা অনিশ্চয়তা ছিল তফসিল ঘোষণার মাধ্যমে তা দূর হচ্ছে। আমরা যখন কোনো বিদেশি ইনভেস্টর বা বায়ারদের সঙ্গে বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগ নিয়ে কথা বলি, তারা সবাই বলেন 'আগে নির্বাচন হোক'। এখন যেহেতু নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, তাই দেশের স্থিতিশীল অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ ফিরে আসার পথ তৈরি হলো।'
অর্থনীতিতে গতি ফেরাতে রাজনৈতিক সরকারের অপরিহার্যতা তুলে ধরে তিনি বলেন, 'বর্তমানে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগ পরিস্থিতি স্থবির হয়ে আছে। আমরা মনে করি, একটি রাজনৈতিক সরকার দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিতে দক্ষতার পরিচয় দেয়। তারা নীতি-নির্ধারণে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেয়।'
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'বর্তমান সরকারের সঙ্গে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করে আমরা দেখেছি, তারা পলিসি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে খুব একটা আগ্রহী নয়।'
বিকেএমইএ সভাপতি বলেন, বর্তমান সরকার এলডিসি গ্রাজুয়েশন এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে কোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিচ্ছে না। নির্বাচিত সরকার এলে এ বিষয়ে স্পষ্ট গাইডলাইন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দলগুলোর উচিত তাদের ইশতিহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা। সরকার গঠন করলে প্রথম এক বছর, দুই বছর এবং পরবর্তী তিন বছরে তারা অর্থনীতির জন্য কী করবে তা জনগণকে স্পষ্টভাবে জানানো উচিত।'
