তারেক রহমান ঢাকায় পদার্পণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 'তারেক রহমান এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থেই বিএনপি'র নেতৃত্ব তার হাতেই ছিল। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না, বা সুষ্ঠু হবে না— এটা আমার ঠিক মনে হয় না।'
রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে প্রাসঙ্গিক ভূমিকা' শীর্ষক ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এটা আমার ঠিক মনে হয় না, আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে কি-না সেটা অন্যান্য আরও অনেক ফ্যাক্টরের [বিষয়] ওপর নির্ভর করবে। ল অ্যান্ড অর্ডারের [আইন শৃঙ্খলা] প্রশ্ন আছে, নির্বাচন কমিশন কতটুকু সফল হয় তার ওপরে বিষয় আছে। আমার মনে হয় না, একজন ব্যক্তির কারণে বা উনার একটু দূরে থাকার কারণে নির্বাচন নষ্ট হয়ে যাবে। তবে দেখা যাক, সময় তো এখন আছে এবং শেষ পর্যন্ত কী হবে আমরা তো এখনো জানি না।'
তিনি বলেন, 'তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে। আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে।'
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।'
তিনি বলেন, 'এটার নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান, তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই, একবার দেশে আসার জন্য। তো এটাতে এক দিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।'
তারেক রহমানের ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'স্ট্যাটাস স্পর্শকাতর বিষয়...এটা উনি নিজে বলেছেন, পত্রিকায় এসেছে, সেটা আমরা সবাই দেখেছি। আমার জ্ঞান যে পর্যন্ত আমি শুধু এটুকু বলতে পারব যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ নেই যে উনি আসতে পারবেন না।'
