৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি: ২০ মিনিট বিরতির পর আবারও অবরোধ ঢাকা-আরিচা মহাসড়ক
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল চাকরিপ্রার্থী শিক্ষার্থী। প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে ২টা ৫ মিনিটে রাস্তা ছেড়ে দিলেও আড়াইটা থেকে আবারও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, সকল স্তরের মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে প্রায় দুই ঘণ্টার অবরোধ শেষে বেলা ২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পরে ২০ মিনিটের বিরতি দেন তারা। পরবর্তীতে দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধের কথা বলেন শিক্ষার্থীরা।
অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলমকে অবরোধের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে অবরোধের বিষয়ে প্রশ্ন করা হলেও তারা বক্তব্য দিতে আপত্তি জানিয়েছেন।
শিক্ষার্থীদের আবরোধে আটকে থাকা এক পথচারী দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, 'আমি ইবনে সিনা মেডিকেল থেকে রক্ত দিয়ে এসেছি কিন্তু শিক্ষার্থীদের অবরোধে ভোগান্তির মধ্যে পরেছি, তাদের আন্দোলন যৌক্তিক হলেও তারা আমাদের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে, এক ঘণ্টা ধরে আটকে আছি, আমি অসুস্থ কিন্তু আমাকে যেতে দেওয়া হচ্ছে না, কতক্ষণ এই অবরোধ চলবে আমরা জানি না তবে ভোগান্তিতে আমরা বিরক্ত হচ্ছি।'
আন্দোলনে এক শিক্ষার্থী প্রতিনিধি বলেন, '৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা সময়সীমা পেছানোর দাবিতে মাঠে নেমেছি। শুধু ঢাকা-আরিচাতে নয় সারা বাংলাদেশেই রাস্তা অবরোধ চলছে। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবরোধ রাজপথে আছি।'
অন্যদিকে যানজটে আটকে থাকা এক যাত্রী বলেন, 'আমাদের বাচ্চাদের কালকে পরীক্ষা আছে আমরা ১ ঘণ্টা ধরে রাস্তায় আটকে আছি। বাচ্চাদের প্রিপারেশনের ব্যাপার আছে কিন্তু এর কোনো প্রতিকার দেখছি না। এই আন্দোলন যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে জায়গা মতো এর দাবি জানানো উচিত। কিন্তু শিক্ষার্থীরা তা না করে রাজপথ অবরোধ করে যাত্রীদের, দূরদূরান্ত থেকে আসা পথচারীদের ভোগান্তিতে ফেলে যা কোনো ভাবেই কাম্য নয়। "
এদিকে গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ সংক্রান্ত বিশেষ নির্দেশনা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে। এতে সই করেন পিএসসির পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে।
