এই মুহুর্তে গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে আমাদের মূল ফোকাস: আমীর খসরু
এই মুহুর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফোকাস গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, 'এই মুহূর্তে আমরা রাজনৈতিক ট্রানজিশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেশ যে গণতান্ত্রিক ট্রানজিশনে যাচ্ছে, নির্বাচনের দিকে যাচ্ছে; আমাদের মূল ফোকাস তার ওপরে।'
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দ্য পেনিনসুলা হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, 'এখন বাংলাদেশের জনগণের চাহিদা একটাই, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। আর এটা সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।'
তিনি বলেন, 'সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষা করছেন। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বাংলাদেশে গত ১৫-১৬ বছর ধরে তা অনুপস্থিত।'
তিনি আরও বলেন, 'তাই এই মুহুর্তে বাংলাদেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন। দেশের মানুষ সেই অপেক্ষায় আছেন। অন্য কোনো ছোটখাট বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই।'
এই বিএনপি নেতা বলেন, 'আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে।'
তিনি বলেন, 'সাংবিধানিক বলেন, আর অর্থনৈতিক বলেন; সব সমাধান সমাধান এতে আছে। শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গঠিত নির্বাচিত সরকারের মাধ্যমে এর সমধান দেওয়া সম্ভব। এর বাইরে কোনো সরকার জনগণের মনের কথা বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না।'
তিনি আরও বলেন, 'সুতরাং যে সব সমস্যা পুঞ্জীভূত হয়েছে, এগুলোর সমাধান নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে করার কোনো সুযোগ নেই।'
চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) আয়োজনে এবং বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ শুক্রবার নগরীর দ্য পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে অনুষ্ঠিত হয় বন্দর নগরীর সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজমভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন 'এমভিটি সামিট – ২০২৫'।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'স্বাস্থ্যসেবা আজ বাংলাদেশের বড় একটি চ্যালেঞ্জ। অনেক মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে দেশের সব নাগরিককে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবে। এটি সরকারের জন্য বড় ব্যয় হলেও, স্বাস্থ্যসেবা নাগরিকের অধিকার ও সরকারের দায়িত্ব। এজন্য স্বাস্থ্য ও শিক্ষায় জিডিপির ৫% পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'অনেক মানুষ অর্থের অভাবে বা সুযোগের অভাবে বিদেশে চিকিৎসা নিতে পারেন না। তাই দেশেই উন্নত স্বাস্থ্যসেবা গড়ে তোলা জরুরি '
আমীর খসরু বলেন, 'বিদেশে চিকিৎসা দেওয়া প্রতিষ্ঠান ও ডাক্তাররা যেন তাদের জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশে নিয়ে আসেন, এটাই আমাদের প্রত্যাশা। স্বাস্থ্যসেবা শুধু বাইরে পাঠানো নয়; দেশেও রোগী আনতে হবে—এভাবেই দুই দিকেই অগ্রগতি সম্ভব। ইতোমধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের অনেকেই দেশে চিকিৎসা নিচ্ছেন, এটি ভালো লক্ষণ।'
তিনি বলেন, 'চট্টগ্রামেও উন্নত চিকিৎসা সুবিধা বাড়ানো প্রয়োজন, যাতে মানুষ ঢাকা যেতে বাধ্য না হয়।'
