আরও ১৪ জেলায় নতুন ডিসি
আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে দুজন ডিসির জেলা বদল করা হয়েছে। নতুন করে ১২ কর্মকর্তা পেয়েছেন ডিসির দায়িত্ব।
রোববার রাতে এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এসব জেলায় ডিসি নিয়োগ দিয়েছে।
যেসব জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেসব জেলা হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদাহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
এর আগে শনিবার রাতে অপর এক প্রজ্ঞাপনে ১৫ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে পরপর দুই দিনে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসন নতুন করে সাজাচ্ছে সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) পদে সম্প্রতি বিভিন্ন জেলায় পরিবর্তন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদেও পরিবর্তন আনা হচ্ছে।
