জুলাই সনদ নিয়ে মির্জা ফখরুলকে বৈঠকের প্রস্তাব দিয়ে জামায়াত নেতা তাহেরের ফোন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে মতৈক্যে পৌঁছাতে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল বিষয়টি দলের নেতাদের অবগত করেছেন।
এর আগে গতকাল বিকেলে জামায়াত নেতা তাহের দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার বিষয়ে কথা বলেছেন। বিএনপির মহাসচিব দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে তাদের জানাবেন বলে জানিয়েছেন।
গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সংক্রান্ত একটি প্রস্তাব জমা দেয়। তবে বিএনপি এই প্রস্তাবের বিষয়ে আপত্তি তুলেছে। দলটির দাবি, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত মূল সনদের সঙ্গে এই প্রস্তাবে বেশ কিছু অসঙ্গতি রয়েছে।
সনদটিকে কেন্দ্র করে প্রস্তাবিত গণভোটের সময় নিয়েও দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পক্ষে। অন্যদিকে, জামায়াতে ইসলামী চাইছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হোক, যাতে জুলাই সনদটি আইনি ভিত্তি পায়।
এই মতবিরোধের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাবগুলো নিয়ে নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
গত রোববার (২ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়, তবে সরকার নিজেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
