‘কখনো সীমা, কখনো সুইটি’; হরিয়ানার ভোটার তালিকায় ২২ বার একই ব্রাজিলীয় মডেলের ছবি: রাহুল
ব্যাপক নির্বাচনী জালিয়াতির অভিযোগ প্রমাণ করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার (৫ নভেম্বর) এক ব্রাজিলীয় মডেলের ছবি দেখান। তিনি দাবি করেন, হরিয়ানার বিভিন্ন ভোটকেন্দ্রে এই মডেলের ছবি ২২ বার ব্যবহার করা হয়েছে এবং প্রতিবারই নাম দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন—কখনো সীমা, কখনো সুইটি, আবার কখনো সরস্বতী।
তার 'ভোট চুরি' অভিযোগের বিষয়ে বুধবার নতুন এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী প্রমাণ দেখানোর দাবি করে বলেন, এই জালিয়াতি না হলে কংগ্রেস হরিয়ানা নির্বাচনে 'একচেটিয়া জয়' পেত।
লোকসভার বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, ভোটার তালিকায় এই মডেলের ছবির বারবার ব্যবহার আসলে ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য একটি 'কেন্দ্রীয় ষড়যন্ত্রের' অংশ ছিল।
রাহুল গান্ধী বলেন, "কে এই মহিলা? তার নাম কী? তিনি কোথা থেকে এসেছেন? অথচ তিনি হরিয়ানায় ১০টি ভিন্ন বুথে ২২ বার ভোট দেন এবং তার নামও অনেক: সীমা, সুইটি, সরস্বতী, রশ্মি, ভিলমা... কিন্তু দেখা যাচ্ছে, তিনি আসলে একজন ব্রাজিলীয় মডেল।"
