সাবেক সহপাঠীদের বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ, চিকিৎসক গ্রেপ্তার
রাজধানীতে সাত নারী চিকিৎসকের বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে মঙ্গলবার ফাইজুর রহমান রূপক নামে এক ডেন্টাল সার্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, অভিযুক্ত ফাইজুর রহমান রূপক ও সব ভুক্তভোগী একসঙ্গে মিরপুরের মার্কস মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন।
গত ১৬ সেপ্টেম্বর মিরপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এক নারী চিকিৎসক। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। পরে মামলাটি স্থানান্তর হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম বিভাগে।
পুলিশ তদন্ত করে এই ঘটনায় জড়িত সন্দেহে ফাইজুরকে গ্রেপ্তার করে। ঘটনার শিকার ডেন্টাল সার্জনরা এক সময় ফাইজুরের সহপাঠী ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার ক্রাইম বিভাগের এসআই মোরশেদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ন্ডকে (টিবিএস) বলেন, 'মামলাটি মিরপুর থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
তিনি বলেন, 'তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো বলা যাচ্ছে না।'
